রাজধানীর মহাখালীর আমতলীর একটি বহুতল ভবনের ১৩তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তিনি জানান, মহাখালীর আমতলী এলাকার একটি বহুতল ভবনের ১৩তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিন ইউনিট এবং পরে আরও চার ইউনিট পাঠানো হয়েছে।
পরে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জানান, মহাখালীর আমতলী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় ভবনে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ফায়ার সার্ভিস তাদের নামানোর চেষ্টা করছে। সহযোগিতায় আছে পুলিশ।