মাদারীপুরে ২ হাজার ৫টি ইয়াবাসহ সোহানুর রহমান সোহান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সোহান মাদারীপুরের ডাসার উপজেলার ৪নং ওয়ার্ডের আইয়ুব আলী বেপারীর ছেলে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
পুলিশ জানান, শুক্রবার সকালে অবৈধ মাদক, অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদারীপুর সদর উপজেলার বাইতুন মামুর জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে ইয়াবাসহ সোহান নামে ওই যুবককে আটক করে পুলিশ। এ সময় সোহানের কাছ থেকে ২ হাজার ৫টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানায়, ২ হাজার ৫টি ইয়াবাসহ সোহান নামে এক যুবকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।