মাদারীপুরে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে শহরের কলেজ গেইট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে যুবলীগের একাংশের নেতাকর্মীরা।
র্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে কেককাটার আয়োজন করা হয়। এরআগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান ও প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি আকতার হাওলাদার, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সুজন জমাদার, মাদারীপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ, মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ অন্যান্যরা।