ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র চেয়ারম্যান কবি কামরুল ইসলামকে বগুড়া লেখক চক্রের সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ ০৯:০০:০০ অপরাহ্ন | দেশের খবর
বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান ও কবি প্রফেসর কামরুল ইসলামকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান ও কবি প্রফেসর কামরুল ইসলামকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির, কবি মাহমুদ হোসেন পিন্টু, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম প্রমুখ। 

এর আগে বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহমুদ হোসেন পিন্টু এবং তার ছেলে কাব্যের জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে কবি এবং তার ছেলেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান ও কবি প্রফেসর কামরুল ইসলামকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন কবি মাহমুদ হোসেন পিন্টু এবং কাব্য। এরপর বিবাহ বার্ষিকী উপলক্ষে কবি শিবলী মোকতাদিরকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান কবি কামরুল ইসলাম। কবি কামরুল ইসলামকে সংবর্ধনা, কবি মাহমুদ হোসেন পিন্টু’র জন্মদিন পালন এবং কবি শিবলী মোকতাদিরের বিবাহ বার্ষিকী সব মিলে এক আনন্দঘন এবং আবেগময় সময় কাটায় কবিরা। সবশেষে কবি মাহমুদ হোসেন পিন্টু’র আমন্ত্রণে বগুড়ার বিখ্যাত খাবার আলুঘাটির মধ্য দিয়ে শেষ হয় সকল পর্ব।