বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, ভিসা আবেদনের আনুষ্ঠানিকতার জন্য তিনি দূতাবাসে গেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম মার্কিন দূতাবাসে গেছেন, এটা ঠিক। তবে কী কারণে গেছেন, তা জানি না।
জানা গেছে, চিকিৎসার জন্য ডিসেম্বরের শুরুতে বিদেশ যাবেন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডন যাবেন। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি।
বায়ান্ন/এসবি