চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম সাকিব হোসেন ইমরুর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক ও চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে বোয়ালখালী উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনের সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, বাংলাদেশ সেনাবাহিনীর আইন উপদেষ্টা, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আদনান উদ্দীন হায়দার, সহ সভাপতি মিজানুর রহমান, সায়েমুল হক, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন ও অন্যান্য সদস্যসহ এলাকার জনসাধারণ।
মানববন্ধনে শিক্ষার্থী এস এম সাকিব হোসেন ইমরুর বিরুদ্ধে আনিত অসংলগ্ন ও মিথ্যা মামলা বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে যদি এধরণের মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করা হয় তাহলে অদূর ভবিষ্যতে দেশে শিক্ষিত জাতি হারাবে।
এস.এম সাকিব হোসেন ইমরু উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম সেলিমের সন্তান।