ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

মির্জাগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ০৭:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম আকন (৩৩) নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ওই গ্রামের হাশেম আকনের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঘটনার সময় একই বাড়ীর হারুন আকনের পুকুরে মাছ ধরার জন্য ইলেকট্রিক ওয়াটার পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষন পরে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে  উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খাজিদা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।