" সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মির্জাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী।উপজেলা সমবায় অফিসার মো: নুরুল ইসলামের সঞ্চালনায় বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করেন।