![](https://dainikbayanno.com/storage/bnp-logo-1.jpg)
আগামী শনিবার (২১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে যে সমাবেশ ডাকা হয়েছিল আপাতত তা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানাবে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের বরাত দিয়ে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ইশতিয়াক আজিজ উলফাৎ ভাই আজ দুপুর ১ টা ২৫ মিনিটে আমাকে জানিয়েছেন ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে, পরবর্তী তারিখ চুড়ান্ত হলে জানানো হবে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর।
এদিকে এদিন সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’
বায়ান্ন/এসএ