মৌলভীবাজার জেলা প্রতিনিধি। মৌলভীবাজার শ্রীমঙ্গলের জামেয়া বরুণা মাদরাসার ছাত্র হাফেজ শিহাব উদ্দীন গত বছর মিশকাত জামাতে বেফাক বোর্ডে পরীক্ষা দিয়ে ১৮ তম সিরিয়াল অর্জন করে। হাফেজ শিহাব কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে। নাহবেমীর ক্লাসে ১২ তম সিরিয়াল অর্জন করে রাজনগরের আতাউর রহমান। আব্দুল্লাহ আল আরশাদ সিলেট ফরিদাবাদের মুহতামিম মাওলানা ফখরুজ্জামান এর ছেলে হাইআতুল উলিয়ায় ৩৩ তম সিরিয়াল অর্জন করে।
বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম শায়খ নুরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী বছরের শুরুতেই ঘোষণা করেন কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় যারা সিরিয়াল অর্জন করবে তাদেরকে ওমরাহ পালনের পুরস্কার প্রদান করা হবে।
আজ মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ইং, বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাও.আব্দুর রহমান শরীফপুরীর তত্বাবধানে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ান করেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী হাফেজ শিহাবুদ্দীন, মাহদী হাসান খান, আব্দুল্লাহ আল আরশাদ, রশিদ আহমদ ও আতাউর রহমান।
প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী হাফি. বলেন মাদরাসার উন্নতি লক্ষ্যে আমাদের যা করার আমরা তা করতে বদ্ধপরিকর। আগামীতে যদি বেফাক ও হাইআতুল উলিয়া বোর্ডে মেধা তালিকায় ১০ এর বিতরে ছাত্ররা জায়গা করে নেয় তাহলে ওমরাহ সফর বরাদ্দ থাকবে। ইনশাআল্লাহ
এদিকে বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা বলেন এ পুরুষ্কার দেওয়ায় এবছর ছাত্রদের পড়ায় আরো মনযোগ বাড়িয়ে তুলেছে। আগামীতে আরো কিছু ছাত্র ওমরাহ সফরে জায়গা করে নিতে পারে।
বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুছলেহ উদ্দীন চৌধুরী বলেন আমার জীবনে সবচেয়ে বড় সফলতা আমার নিজ হাতে তৈরী করা ছাত্র আজ ওমরাহ সফরে যাচ্ছে।
শিক্ষার্থীদের এমন ফলাফলে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী এবং প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ হাদী আলম হামিদী এ ছাড়াও দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন বরুণা মাদরাসার অন্যান্য শিক্ষকগণ।
এমন ফলাফল পেয়ে আনন্দিত হয়ে শিক্ষার্থীরা মহান রবের প্রশংসা করে বরুণা মাদরাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং মা-বাবার দোয়াতেই তা অর্জন সম্ভব হয়েছে বলে তারা মন্তব্য করেন।