মৌলভীবাজার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ইং, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাই মোটর সাইকেল উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম এর দিক নিদের্শনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ আভিযানিক টিম মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই/ শিপু কুমার দাশ, এসআই/মোঃ মুখলেছুর রহমান লস্কর, এএসআই(নিঃ)/মোঃ আকরাম আলী, এএসআই/ মোঃ এনামুল হক, এএসআই/রানা মিয়া গন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ ইমাম বাজারে জনৈক ফয়েজ মিয়ার ডিকে ফুড হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে শাহ মোঃ আবু ছালেহ(৩২), পিতা-শাহ মোঃ ফজলুর রহমান, সাং-সদরঘাট (মাজপাড়া), থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এর হেফাজত হইতে চোরাই ০১ টি লাল রংয়ের YAMAHA FAZER মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।