কুষ্টিয়া সদর উপজেলার নৌকা প্রতীক নিয়ে একমাত্র বিজয়ী প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমানের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷
শনিবার (১১অক্টোবর) সন্ধ্যায় গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ৷গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলামের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি রবিউল আলম মেম্বার, নজরুল ইসলাম বশির, দপ্তর সম্পাদক সেলিম রেজা মেম্বার, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, আইলচারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান খান লিঠু, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা আকাশ মাহমুদ সহ স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দ ৷
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে ইউপি চেয়ারম্যান লাল্টু রহমানের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয় ৷ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের শ্লোগান মুখরিত আনন্দ মিছিলটি গোস্বামী দূর্গাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়৷