ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সদস্য মরহুম তানভীর হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ ০৮:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের অন্যতম সদস্য মরহুম তানভীর হোসেনের আত্মার মাগফিরাতের জন্য শুক্রবার (১০ নভেম্বর) আছরের নামাজ বাদ স্থানীয় ষোলখাদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। এসময় মরহুম তানভীর হোসেনের নামে ষোলখাদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের মাঝে ২৫ পিস রিয়ালকাঠ প্রদান করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন- মরহুম তানভীর হোসেনের পিতা মোঃ তাইজুল ইসলাম, তার বড় চাচা মোঃ মফিজুর রহমান, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান আহমেদ রিফাত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য প্রিন্স শিমুল, মামুন হোসেন, কামারুজ্জামান, রাকিব, সালাউদ্দিন, মিনহাজুল, রোহান, আরিফুল, সাজিন প্রমুখ। উল্লেখ্য, তানভীর হোসেন সম্প্রতি দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে ১৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন।