ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রাজধানীতে অপহরণের চার ঘন্টার মধ্যে শিশু উদ্ধার!!

আর আই রাজিব: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৫:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর



রাজধানীতে চাঞ্চল্যকর শিশু অপহরণের চার ঘন্টার মধ্যে অপহৃত শিশুকে উত্তরা থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

১৭ এপ্রিল (সোমবার)   সন্ধ্যা সাড়ে ৭ টায়  রাজধানীর উত্তরা থানা এলাকা থেকে শিফা নামের ০৩ বছর বয়সের একজন শিশু নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ শিশুর  অভিভাবকের নিকট শিশু শিফাকে অপহরণ করা হয়েছে মর্মে জনৈক ব্যক্তি ০১(এক) কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত টাকা না পেলে শিশু শিফাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ভিকটিমের মায়ের নিকট থেকে এ সংক্রান্তে অভিযোগ পাওয়া মাত্রই র‌্যাব-২ উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ।

৩এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানী উত্তরা থানা এলাকায় উক্ত অপহরণকারী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৭/০৪/২০২৩ তারিখে ১১.৩০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু আমিরা আবিদীন শিফা(৩)’কে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী মোঃ আব্দুল আজিজ(২৬), পিতা-আবদার আলী, থানা-ডিমলা, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিমের বাড়িতে পড়ানোর সুবাদে বাসায় আসা যাওয়া করত। ভিকটিমের পারিবারিক অর্থ সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে ভিকটিমকে অপহরণ করে তার মায়ের নিকট থেকে অবৈধ ভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে শিফাকে সে অপহরণ করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণকারী গতকাল নাবালিকা শিশু আমিরা আবেদীন শিফা(৩)’কে অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমের মায়ের নিকট এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের মা বাদী হয়ে এ বিষয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা  করেন(তেজগাঁও থানা মামলা নং-৩০ তারিখঃ ১৮/০৪/২০২৩; ২০০০ সালের নাঃশিঃ নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৭/৮ ধারা)।

দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের উদ্দেশ্যে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।