ট্রেনের মতো এতো বড় ও ভারী পরিবহণের ইঞ্জিন বিকল হয়েছে সামান্য ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে বিকল হয় ইঞ্জন।
রোববার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সীতলাই স্টেশনের অদূরে রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, এই দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন। এতে প্রায় এক ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসলে আবার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা যায়, স্টেশনের অদূরে মানুষ ও যানবাহন চলাচলের একটি রেলক্রসিং রয়েছে। দুর্ঘটনার সময় রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। ওই রেল ক্রসিংয়ের কাছে আসলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক অসাবধানতাবশত গাড়ি নিয়ে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের লোকোমাস্টার (চালক) হর্ন দিতে থাকলে কোনোমতে গাড়িটি রেখে নেমে যান চালক। এতে ট্রেনের সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিটকে পরে। আর কিছুদূর গিয়ে ট্রেনটি থামিয়ে দেয় চালক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বলেন, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের ইঞ্জিনটি এখানে রাখা হয়েছে। মেরামতের পর ইঞ্জিনটি আবার চালানো হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বায়ান্ন/একে