ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে দিনে-রাতে ছিনতাই আতঙ্ক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে রাজশাহীবাসী। ভুক্তভোগীরা জানিয়েছেন, রাতে বা দিনে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে তারা। তবে পুলিশের দাবি, গত দুইমাসে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল দুই মাসে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৫ জনকে এবং জেলা পুলিশের অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

 

গত ৬ জানুয়ারি ২০২১। ঘড়ির কাঁটায় রাত ২টা বেজে ৪৯ মিনিট। চারদিকে সুনসান নীরবতা। রাজশাহী কলেজ মোড় থেকে জাদুঘরের দিকে এগোচ্ছে যাত্রীবাহী একটি রিকশা। রিকশার গতিরোধ করতে হঠাৎই সামনে এসে দাঁড়ায় এক যুবক।রিকশা থামতেই আরও দুই যুবক ছুরি হাতে বেরিয়ে আসে। এরপর যাত্রীর কাছে থাকা নগদ অর্থ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়ে ছিনতাইয়ের এ ঘটনা।

 

কেবল রাতেই নয়, দিনেও অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে নগরীতে। গত দু’মাসে নগরী ও জেলায় অন্তত ৩৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ৪ জন। ভুক্তভোগীদের কেউ কেউ থানায় অভিযোগ করলেও পুলিশি হয়রানির ভয়ে অধিকাংশই আইনের আশ্রয় নেননি।

 

এদিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার পর পথচারী বা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করে পুলিশের হাতে আটক এক ছিনতাইকারী।

ছিনতাইকারীরা জানান, মানিব্যাগ, টাকা-পয়সা নিয়ে শরীরে ছুরিকাঘাত করে সটকে পড়ে। তবে নগর পুলিশের শীর্ষ কর্মকর্তার দাবি, ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম আজাদ বলেন, আমরা ইতোমধ্যে তালিকা তৈরি করেছি। তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।