ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

রায়পুরে জাতীয় ভোটার দিবস পালিত ।

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,করেসপন্ডেন্ট :c | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ ০৮:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে পালিত হলো জাতীয় ভোটার দিবস।
 
 বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়সাল আলম  এর সঞ্চালনায় ও ইউএনও অনজন দাশের সভাপতিত্বে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। 
 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান মূখ্য আলোচক নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়সাল আলম ,সিনিয়র মৎস কর্মকর্তা এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা আঃসাত্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি শুভ্রজিত রায় প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে করে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।ভোটার হওয়ার জন্য সঠিক সময় এবং সঠিক জায়গায় আহবান জানানো হয় ।