ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির যাত্রা শুরু

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ০৩:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

শীতার্ত মানুষকে কম্বল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় শেরপুর সরকারি কলেজ হলরুমে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভা শুরুর আগে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ লুৎফর রহমান ও মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রুবেল মৃধা, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সিনিয়র সহ-সভাপতি স্বপন মির্জা, সহ-সভাপতি আরমিন, সহ-সভাপতি সুজন মোল্লা সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ। 

পরিচিতি ও মতবিনিময় সভার শেষে শেরপুর শহরে অবস্থিত মাইসাহেবা জামে মসজিদের সামনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ