কুড়িগ্রামের রৌমারীতে আমন ধানে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। এ পোকা থেকে রক্ষায় ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না। এতে ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর ৮ হাজার ৭০৭ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লেদা পোকার আক্রমণে ক্ষতির আশঙ্কা প্রায় তিন হেক্টরে।
৩০ শতক জমিতে আমন ধান চাষ করেছেন রৌমারী সদর ইউনিয়নের নতুন চুলিয়ারচর এলাকার কৃষক আব্দুল হান্নান। তিনি বলেন, খুব আশা নিয়ে জমিতে আমন ধান চাষ করেছিলেন। কিন্তু লেদা পোকার আক্রমণে সেই আশা নিরাশা হয়ে গেল।
একই ইউনিয়নের মাদারটিলা এলাকার কৃষক জাহিদুল ইসলাম বলেন, তিনি এক বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। তাঁরও জমির আমন ধানগাছ নষ্ট হয়ে গেছে লেদা পোকার আক্রমণে।
লেদা পোকার আক্রমণে ধানের ক্ষতির কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, আবহাওয়ার বিরূপ প্রভাবে ধানগাছে আক্রমণ করে লেদা পোকা। তবে শিষ কাটলেও ধান খায় না এ পোকা। আক্রান্ত ধানগাছের পোকার নমুনা শনাক্ত করে ওষুধ ব্যবহারের পরামর্শ দেন তিনি।