লক্ষ্মীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে স্লিপার পরিবহন সার্ভিস । লক্ষ্মীপুর ও নোয়াখালী যাত্রীদের প্রথম বারের মতো সেবা দিতে স্লিপার সার্ভিস চালু হয়েছে ।
বুধবার ১২ই এপ্রিল লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া লক্ষ্মীপুর-ঢাকা রুটে সার্ভিসটির উদ্বোধন করেন ।এই সময়ে গাড়ির কর্ণধর রিপন চক্রবর্তী উপস্থিত ছিলেন ।
লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দশটি economics-business পরিবহন দিয়ে বাস এর যাত্রা শুরু হয় ।