ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

লিবিয়া আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ করছে

সালেহ বিপ্লব | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৮:১২:০০ অপরাহ্ন | জাতীয়

লিবিয়া দেশের উন্নয়নে ডাক্তার ও প্রকৌশলীসহ আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক এবং দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশে লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস এম সালিমান রবিবার ঢাকার তেজগাঁওয়ে তার অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলে দেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, লিবিয়ান সমাজে বাংলাদেশি কর্মশক্তিদের অবদান স্বীকার করে রাষ্ট্রদূত সালিমান বলেন, দেশে বিশেষ করে কৃষিকাজ ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি ছিল।

তিনি স্বীকার করেন যে বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আফ্রিকার দেশে চলমান সংস্কারের সমাধান হলে শীঘ্রই বিষয়টি সমাধান হবে বলে আশা করেন।

অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে জোর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

‘আমরা মানব পাচার সমর্থন করি না। অনেক মানুষ এর জন্য কষ্ট হচ্ছে। এটি বন্ধ করতে আমাদের একসাথে কাজ করা উচিত’, বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

পারস্পরিক উপকারার্থে লিবিয়া থেকে বাংলাদেশ তেল আমদানি করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন করেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত সালিমান দুই দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় চালু করার উপর জোর দেন, এ জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বায়ান্ন/এসবি/একে