ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

শরণখোলা সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কর্মীদের মত বিনিময় সভা

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ১১:০১:০০ অপরাহ্ন | খুলনা

 

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  করেছেন বিএনপি নেতা কর্মীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফা ব্যাংকের নিচতলায় উপজেলা প্রেসক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা ও জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ মোস্তফা জাহান লিটু। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায় কমিটির সদস্য ফারুক আহমেদ বিএসসি, বিএনপি নেতা খলিলুর রহমান, নুরুল ইসলাম ও ছাত্রদল নেতা সোয়েব শরীফ সাংবাদিক নবীন আবু নাঈম, শাহিন হাওলাদার  ।অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন আমরা শহীদ জিয়ার সৈনিক। তারেক জিয়ার আদর্শের রাজনীতির সাথে জড়িত। দলের মধ্যে যারা বিভাজন তৈরি করে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। বিশেষ অতিথি ফারজানা জাহান নিপা বলেন, তারেক জিয়ার নির্দেশন অনুযায়ী চাঁদাবাজি ও দখল বাজি যারা দলের মধ্যে করবে তাদের বিএনপির মধ্যে কোন স্থান থাকবে না। শরণখোলা মোড়লগঞ্জের বিএনপি নেতাদের একটি পরিবারের মধ্যে ঐক্য হতে হবে যাদের যোগ্যতা আছে রাজনৈতিক পরিচয় আছে তাদেরকে নির্বাচনে সুযোগ দেবেন এমন প্রত্যাশা করেন তিনি। যারা ফ্যাসিবাদী সরকারের সাথে আঁতাত করে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করেছে পুলিশ দিয়ে হয়রানি করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক জিয়া ও বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ কে আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা দলের মধ্যে এমন কোন কাজ করব না যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। শরীফ মোস্তফা জামান লিটু তার বক্তব্য বলেন, বিভিন্ন কারণে শরণখোলা - মোড়লগঞ্জে দলীয় ক্রন্দোল দেখা দিয়েছে এ কারণে দলের মধ্যে অশান্তি বেড়েছে। অনেকে আবার ব্যক্তি স্বার্থ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের পূর্ণবাসন করার চেষ্টা করছে। শরণখোলা মোড়লগঞ্জে তথাকথিত এক বিএনপি নেতা আওয়ামী সরকারের আমলে পুলিশের দালালী করেছে বিএনপি নেতাদের হয়রানি করেছে তাদের মত নেতাকে শরণখোলা মোলগঞ্জে রাজনীতিতে স্থান দিলে দলের ঐক্য বিনষ্টের সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি ও দখলদারি করে সাংবাদিকদের মাধ্যমে তথ্য নিয়ে তারেক জিয়ার কাছে পৌঁছানো হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন আগামী নির্বাচনে দলের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে বাগেরহাট -৪ আসনে মনোনয়ন প্রদান করার আহ্বান জানান।
 
 



সবচেয়ে জনপ্রিয়