সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় তেরহাল গ্রামের একটি বাড়ীর দশটি ঘর পুড়ে গেছে। গত শনিবার রাত ১টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও আশপাশের লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, ধান ও গবাদিপুশ গরু, হাঁস-মোরগ পুড়ে গেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন ১, সাঞ্জব আলী পিতা মকসদ আলী, ২, আমীর আলী পিতা মৃত ইলিয়াছ আলী ৩, নুর মিয়া পিতা মৃত ওলি মাহমুদ, ৪, তাছলিমা পিতা মৃত নুরুল ইসলাম ৫, আবুল মিয়া পিতা মৃত মনফর আলী, ৬, আলতাব আলী পিতা মৃত আব্দুস দামাদ, ৭, শওকত আলী পিতা মৃত আলমদর, ৮, আব্দুর রহীম পিতা মৃত আম্বর আলী, অজ্ঞাত, ৯, সিরাজুল ইসলাম পিতা মৃত আজর আলী,
ক্ষতিগ্রস্ত তাসলিমা বেগম বলেন রাতে ঘুমে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে ছেলে মেয়েদের নিয়ে বেসত ঘরের বাহিরে আসি। এতে প্রাণে রক্ষা পাই। আগুনে আমি সহ অধিকাংশ পরিবারে মুল্যবান সম্পদ, জমির দলিল, টাকা সহ অনেক কিছু পুড়ে গেছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে প্রায় ১০টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।