ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে খড়ের ঘর পুড়ে ছাই ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ১৫ জানুয়ারী ২০২২ ০৭:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকের খড়ের ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের আব্দুল মতিনের ছেলে নুর মিয়ার বাড়ীতে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার দুপুর সাড়ে ১২ টায় হঠাৎ কৃষক নুর মিয়ার খড়ের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান নুর মিয়ার পরিবারের লোকজন। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে গ্রামবাসী আগুন নেভানো শুরু করেন। ততক্ষণে ফায়ার সার্ভিসের লোকজন ও শান্তিগঞ্জ থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় নুর মিয়ার ১৬ টি গবাদি পশুর জন্য মজুূদকৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের খড় ৩০ হাজার টাকা মূল্যের টিন ও ১০ হাজার মূল্যের কাঠ। মোট ৬০ হাজার টাকার ক্ষতিসাধন  হয়েছে।

 

এ ব্যাপারে কৃষক নুর মিয়া বলেন,কে বা কাহারা আমার খড়ের ঘরে আগুন লাগিয় এতবড় ক্ষতিসাধন করেছে এখন আমি ১৬ টি গরুর খাদ্য কোথায় পাব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জিসান রহমান নাবিক জানান,খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি।