ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ সচিব

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জঃ | প্রকাশের সময় : রবিবার ৫ মার্চ ২০২৩ ১০:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের খাই হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

রবিবার সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শন কালে স্থানীয় পিআইসি কমিটির লোকজনদের সাথে কথা বলেন এবং পিআইসিদের দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে তাগিদ দেন। এসময় তিনি দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত সময়ের মধ্যে পিআইসিদের পরিশোধের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোন অনিয়ম সহ্য করা হবে না। খাই হাওরে বাঁধ পরিদর্শন কালে বাঁধের কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশা-পাশি কৃষকের গোলায় সোনালী ফসল উঠানোর আগ পর্যন্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে সংশ্লিষ্ট পিআইসি সহ মাঠে কাজ করার আহ্বান জানান।


খাই হাওরে বাঁধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহজাহান আলী, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, পাউবোর পূর্ব রিজওয়নের অতিরিক্ত মহা-পরিচালক এসএম শহিদুল ইসলাম, পাউবোর উত্তর পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী,  সুনামগঞ্জ পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসও মাহবুব আলম, সাংবাদিক শাহ জাহান চৌধুরী, সোহেল তালুকদার, হোসাইন আহমদসহ স্থানীয় পিআইসি কমিটির লোকজন সহ প্রমুখ৷