ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন আরও ৬৫ উপকারভোগী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৯:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে সারা দেশে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ বরাদ্দ করবেন। এ উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, চতুর্থ পর্যায়ে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া, নুরপুর, চাঁনপুর, মুক্তাখাই,খিদিরপুর গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ৬৫টি ঘর উপকার ভোগীদের মধ্যে প্রদান করা হবে। এ নিয়ে উপজেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে উপজেলার জয়কলস,পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও,পূর্ব পাগলা ইউনিয়নে সর্বমোট ৪শত৫৩ টি ঘর উপহার পাবে ভুমিহীন ও গৃহহীন পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা সুহাইল আহমদ,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সুহেল তালুকদার,পিআইও অফিসের সহকারী সাইদুর রহমান,ফারুক আহমদ,হরিপদ রায়,মিঠুন চক্রবর্তী সহ প্রমুখ।