ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের উপর হামলা: মিসবাহ সিরাজের নিন্দা

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৭:০৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

অধিকার আদায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই আন্দোলন করতে গিয়ে পুলিশি হামলায় শতাধিক আহত হয়েছেন। এই ঘটনার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তাঁর নিজ ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

 

ফেইসবুক স্ট্যাটাসে মিসবাহ সিরাজ বলেছেন, ভয়ভীতি প্রদর্শন  বা হামলা করে কোন ছাত্র আন্দোলন দমানো যায়নি কখনো,আলোচনার মাধ্যমে এইসব ঘটনার সমাধান খুব সহজেই সম্ভব ছিল। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানাই,সকল পক্ষকে সহনশীলতা প্রদর্শনের অনুরোধ করছি, আহত ছাত্রদের সঠিক সুচিকিৎসা নিশ্চিত করা হোক।