ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

শাল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৮:৪১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত রাকেশ দাসের ছেলে রাধিকা চন্দ্র দাস (৩৫)। শনিবার দিবাগত রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের হাওরে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মত ৫ জুন রাতে হাওরে মাছ ধরতে গিয়েছিল রাধিকা দাস। তার মাকে বলে গিয়েছিল রাতেই বাড়ি ফিরবে। কিন্তু রাতে বাড়ি ফেরা হলোনা তার। সকালে ফিরেছেন লাশ হয়ে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুনীল দাস বলেন, সে কখন মারা গেছে কেউ জানানে। রাতে বাড়িতে না ফেরায় সকালে খোঁজাখুঁজি করে পাশের গ্রামে তার মাছ ধরার নৌকা পাওয়া যায়, কিন্তু নৌকাতে সে নাই। এলাকার জেলেদের জালে লাশ ওঠে। তার দেহে বজ্রপাতে মারা যাওয়ার লক্ষণ রয়েছে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমাদের অফিসার ওখানে আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।