সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয় কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) এসএফসি (আর্মি) প্রাঙ্গণ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে সিজিডিএফ কার্যালয় দল এসএফসি আর্মি লগ এরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এসএফসি (আর্মি) কার্যালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর নিয়ন্ত্রনাধীন ঢাকাস্থ ১২টি কার্যালয় ও আইএসপিআর এর পুরুষ ও নারী দল অংশগ্রহণ করেন। আইএসপিআর
কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস এস এম রেজভী প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে খেলাধুলার মাধ্যমে দৈহিক ও মানসিক বিকাশের জন্য ভবিষ্যতে এ জাতীয় আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
এসএফসি (আর্মি) ডা: তানজিনা ইসলাম এর সভাপতিত্বে এ আনন্দমুখর অনুষ্ঠানে বিভিন্ন এসএফসিগণ, এফসিগণ ও ডিএফডি কমান্ড এর বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এসবি/একে