লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফের (৪৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়নের লামচরী গ্রামে। রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের স্ত্রী জানিয়েছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। ঘটনার একদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ঢাকার মিরপুরের বাসা থেকে ডেকে নিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা মরদেহটি ডাম্পিং করতে সড়কের পাশে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে প্রকৃত ঘটনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে