ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০১:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, সিলেট হচ্ছে, ওলি আউলিয়ার দেশ। এখানের মাঠি উর্বর,আধ্যাত্মিক নগরী সিলেটে অনেক সুফি সাধকের জন্ম হয়েছে। সাধকরা মানবতাবতার কল্যাণে ভক্তিমূলক গানের মাধ্যমে মানুষকে জাগ্রত করেছেন। শাহ সুফি আরকুম আলী (রহ.) ছিলেন মানবতাবাদী একজন দার্শনিক। যার প্রমাণ মিলে তিনির মানবকল্যাণে লিখিত কালজয়ী গানে। হজরত আরকুম শাহ তিনির লিখনির মাধ্যমে মানবতার কথা বলেছেন। আল্লাহ আল্লাহর রাসুলুল্লাহ(সা.)কথা বলেছেন। মানুষের কল্যাণের কথা বলেছেন। সমাজের অসঙ্গতির কথা তিনির গানের মাধ্যমে তুলে ধরে সমাজ বিনির্মাণে মানুষ যাতে আত্মনিয়োগ করতে পারে তার কথা বলেছেন। তাই এখন সময় এসেছে এই মহান সাধকের কালজয়ী গানগুলো নিয়ে গবেষণা করে কালজয়ী গানগুলোকে সকল সংগীত অনুরাগী দের কাছে পৌঁছে দেওয়া।

অ্যাডভোকেট নিজাম উদ্দিন ১৯ মার্চ রবিবার রাতে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফিসাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৮১ তম ওফাত দিবস উপলক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে ধরাধরপুরস্থ মাজার সংলগ্ন মাঠে তাঁর স্মরণে অলোচনাসভা ও ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ হোসেন রেজা'র সভাপতিত্বে ও অনুষ্ঠান সমম্বয়ক ও বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা ওসি সামসুদ্দোহা (পিপিএম),মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাটিজ এর সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাটিজ এর পরিচালক হুমায়ুন আহমেদ,সিলেট ভিজুয়াল মিড়িয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাট্যঅভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া), পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, বাংলাদেশ জাতীয় যন্ত্র শিল্পী সমিতি সভাপতি মনির হোসেন, অনলাইন পোর্টাল সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, যুক্তরাজ্য প্রবাসী,শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী মঈন উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী টিভি উপস্থাপক নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীত শিল্পী শাহ্ টুনু মিয়া, প্রবীন বাউল শিল্পী আখলিমা বেগম, মুসলিম উদ্দিন,শেখ খায়রুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  গোলাম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী মাজরুল ইসলাম শাকিল, সাবেক মেম্বার হাজী জয়নাল আহমদ, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান,প্রচার সম্পাদক গীতিকার তছির আলী,আছাব আলী,সাবলু মিয়া,সংগীত অনুরাগী ইমরান ঢালি,শিবলু পাগলা,শিপলু মিয়া,হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)মাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক,বদরুল আলম তুহিন, বিশ্বনাথ উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বাবুল মিয়া, মুয়িন আহমদ,আফজল হোসেন মুন্না,আলতাজ আহমদ,রুহুল আমিন,ফখরুল ইসলাম,মাখন মিয়া,সাইদুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট জেলা ধারা ভাষ্যকার কমিটির সহসভাপতি আব্দুল আহাদ।

সংগীত পরিবেশন করেন বাউল লাল মিয়া,বাউল বিরহী বাউল কালা মিয়া,বাউল নুনু আল গাজী,বাউল শফিক উদ্দিন, আব্দুল খালিক,বাউল সাবিনা আক্তার রুজি,শিল্পী হাবিবা আক্তার জুমা ও মৌমিতা জান্নাত,যন্ত্র শিল্পীঃ কিবোর্ডে অসিম পেডে,শান্ত, ঢোলে সৌলন দাস ও  আনহার,বাশি আকবর,মন্দিরায় তমুছ, মনসুর প্রমুখ।