শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে ঢাকা যেতে অনুরোধ করলেও অনলাইনে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) রাতে প্রেস কনফারেন্সে শিক্ষার্থীরা এ তথ্য জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, "এ সময়ে আমাদের পক্ষে ঢাকা গিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই। কারণ আমাদের প্রতিনিধি দলে অনশনরত একজন শিক্ষার্থী রয়েছে। তাই আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই তিনি যদি একটু সময় বের করে আমাদের সঙ্গে আলোচনা করতে সিলেট আসেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে সারা বিশ্বই এখন অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। তাই আমরাও এ আলোচনা অনলাইনে করতে পারি৷ এতে অনশনরত শিক্ষার্থীও অংশ নিতে পারবে"।
এদিকে সন্ধ্যা সাতটায় শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি হয়ে দেখা করতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের বলেন, "শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চাচ্ছেন। তবে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দুই একদিনের মধ্যে আসতে পারছেন না। কিন্তু তিনি আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে শিক্ষার্থীরা যতজন চান তারা ঢাকায় আলোচনায় বসতে পারবেন বলে জানিয়েছেন"।
তিনি আরো বলেন, "আসলে অনলাইনে তো সব বিষয়ে আলোচনা হয় না। সামনা-সামনি অনেক বিষয় উঠে আসে না। এজন্য তিনি (শিক্ষামন্ত্রী) সামনা-সামনি বসতে চাচ্ছেন। শিক্ষার্থীদের ঢাকায় যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সরাসরি কথা বললে বিষয়টি ভালোভাবে সমাধান হতো"।
পরে শিক্ষার্থীরা অনলাইনেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন।