বগুড়ার শিবগঞ্জের গুজিয়া বন্দরের ব্যবসায়ী, সান্তু এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম সান্তু সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১২ টায় সান্তু এয়ার ইন্টারন্যাশনাল এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার প্রতিবেশি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের নয়াআনা মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ এমদাদুল ইসলাম গত ০১-১১-২০২৩ ইং তারিখে গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে অবস্থিত জায়গার আমার নিকট ৩ শতাংশ জায়গা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং আমার স্ত্রী মোছাঃ রাজিয়া সুলতানার নিকট ৩ শতাংশ জায়গা পনেরো লক্ষ টাকা মোট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ৬ শতাংশ জমি ১০ বছর মেয়াদে বন্ধক রাখে এবং সেই মর্মে চুক্তিনামা করে দেয়। বন্ধকের চুক্তি নামায় উল্লেখ্য থাকে যে চুক্তি নামার মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে জমির মালিক যখন জায়গা বিক্রয় করবে তখন চলতি বাজার মূল্যে অগ্রধিকার ভিত্তিতে আমি জমিটি ক্রয় করতে পারবো। কিন্তু হঠাৎ আমি আমার অফিসে লোক মারফর জানতে পারি যে জমির মালিক উক্ত জমির পশ্চিম পাশের ৩ শতাংশ জায়গার মধ্যে ২ শতাংশ জায়গা ১০ লক্ষ টাকায় বিক্রয় করিয়াছে। অথচ আমার জমিটি বন্ধক নেওয়া ১ বছরও হয়নি। আমাকে বন্ধকীর টাকা পরিশোধ না করেই গোপনে জমি বিক্রয় করে জমির মালিক এমদাদুল আত্মগোপনে আছেন। এবং গত ৪/১০/২৪ইং তারিখে বন্ধককৃত জমি তাদের দখলে নিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। যা এ-সংক্রান্ত শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমান মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারক ইমদাদুল হক আমার টাকা ফেরত না দিয়ে ওই এগ্রিমেন্টের জমি বারবার দখলের চেষ্টা ও আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।