যোগ্য নেতৃত্ব ছাড়া দেশ উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থানচিতে স্কুল কলেজ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ সহ সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে। কাজেই শেখ হাসিনা ছাড়া দেশ উন্নয়ন সম্ভব নয়। বান্দরবান থানচিতে মাল্টিপারপাস টাউন হলে দুপুরে হতদরিদ্র গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র, কৃষি উপকরণ ও গবাদি পশু বিতরণ কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কথা বলেন।
তিনি আরো বলেন, থানচি আগে কি ছিল, এখন কোন অবস্থায় রয়েছে তা সাধারণ জনগণ জানেন। বান্দরবান হতে থানচি যেতে ৩/৪ দিন লাগতো। নৌকা ছাড়া কোন বিকল্প যোগাযোগ ব্যবস্থায় ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থানচি এখন কি নাই। থানচির মানুষ এখন জেলা শহরের সন্ধ্যা বেলা বাজার করে বাড়ি ফেরে।
শনিবার ০৭ জানুয়ারী ২০২৩ খ্রিঃ দুপুরে মাল্টিপারপাস টাউন হলে হতদরিদ্র গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল, প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন, ফুট পাম্পসহ আত্নকর্মসংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে পশু পালনে ছাগল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ লুৎফর রহমান, বান্দরবান পার্বত্য জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্আলম, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, সত্যহা পাঞ্জি, টিংটিংম্যা মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
এছাড়া সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মেম্বারগন, কারবারিবৃন্দ ও উপজেলা সর্বস্তরে সাধারণ জনগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভার শেষে হতদরিদ্র গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল, কৃষি উপকরণ স্প্রে মেশিন, ফুট পাম্পসহ আত্নকর্মসংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে পশু পালনে ছাগল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।