অবরোধের প্রথমদিনে শেরপুর জেলায় অবরোধকারীদের কোন তৎপরতা দেখা যায়নি। তবে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। জেলার বিভিন্ন সড়কে ক্ষুদ্র যানবাহনগুলো স্বাভাবিক ভাবেই চলছে।
জেলা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহল দিচ্ছে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার।
শেরপুর আন্তঃজেলা কোচ টার্মিনাল ও নতুন বাসটার্মিনাল থেকে সোনার বাংলা পরিবহনের কোন বাস ছেড়ে যায়নি। জেলা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বলা হয়েছে। তবে মালিক শ্রমিকরা নিরাপত্তার ভয়ে গাড়ি চালাচ্ছেন না।
জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।
এ ব্যাপারে একাধিক পরিবহন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাড়ির ব্যবসা করেই আমরা খাই। গাড়ি থেকেই শ্রমিকদের ভাত জুটে। একটা গাড়ি ক্ষতিগ্রস্থ হলে সবার ভাত বন্ধ হয়ে যায়। শেষে ধারে ধারে ঘুরতে হয়। তাই আমরা সাবধানেই রয়েছি।