ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুর সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৫:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ এর পি.আর.এল - এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছিল। প্রথমেই শেরপুর সরকারি কলেজের বিএনসিসি কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয় বিদায়ী অধ্যক্ষকে।

পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীনের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বিদায়ী অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিদের। সভায় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ এর স্মৃতিচারণ করেন কলেজের সকল বিভাগের শিক্ষকরা। এর আগে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আয়োজনে সংবর্ধনার আয়োজন করা হয়। 

উল্লেখ্য যে, প্রফেসর মোঃ আব্দুর রশীদ ২০ নভেম্বর ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রম ৩৮ তম হয়ে জকিগঞ্জ সরকারি কলেজ, সিলেটে ইংরেজি বিভাগের প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তার সরকারি চাকরিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। শেরপুর সরকারি কলেজ সহ তিনি মোট ৭ টি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি এই কলেজে ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও গুরুদয়াল সরকারি কলেজে দায়িত্ব পালন করে পুনরায় শেরপুর কলেজে যোগদান করে ২০১৬ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বদলি জনিত কারণে কুড়িগ্রাম সরকারি আদর্শ কলেজ ও আনন্দমোহন কলেজে দায়িত্ব পালন করার পর ৫ মে ২০১৮ সালে অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত উক্ত পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। 

১লা মে ২০২০ সাল থেকে ২ এপ্রিল ২০২১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ৩রা ফেব্রুয়ারি ২০২১ সালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন এবং তার সফল পরিচালনায় এই কলেজ পেয়েছে পরিচ্ছন্ন-পরিপাটি ও সুসজ্জিত ক্যাম্পাস, করোনা মহামারি সময়ে অনলাইন ক্লাস, বিশুদ্ধ ও হাত ধোয়ার পানির ব্যবস্থা, ক্যাম্পাসে আলোর ব্যবস্থা, পতাকাবেদী, মুক্তমঞ্চ, স্মার্ট ক্লাস রুম, নান্দনিক শিক্ষক পরিষদ ইত্যাদি। ২৮ নভেম্বর ২০২৪ সাল পর্যন্ত তিনি অধ্যক্ষ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ১ ডিসেম্বর ২০২৪ সালে পি আর এল এ গমন করেন।

 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ