ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শৈলকুপায় আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১ নভেম্বর ২০২৩ ০৬:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও অবরোধের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপায় উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল উপজেলা দলীয় কার্যালয় সামনে এসে জড়ো হতে থাকে। এরপর বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা আ.লীগের সহসভাপতি নাসিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, অংঙ্গ ও  সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘ্নিত করে। বিএনপি-জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগণ তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।