ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শৈলকুপায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৬:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের আমৃত্যু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (সোনা) শিকদারের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (সোনা) শিকদার ও তার সহধর্মিণীর  রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (সোনা) শিকদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৩ সালে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। টানা ১৭ বছর সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন