ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শৈলকুপায় ‘চেয়ারম্যান কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ ০৬:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় ‘চেয়ারম্যান কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের পুরাতন মালিথীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে কুষ্টিয়া জেলার ‘হাটবনগ্রাম একাদশ’কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজবাড়ী জেলার ‘বিষয় সাওরাইল একাদশ’।

খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার দর্শকদের সমাগমে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর এমন জমজমাট খেলা দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী হাজারো দর্শক।

এসময় পুরাতন মালিথীয়া যুব সংঘের সময়োপযোগী এমন টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত ক্রীড়ামোদী দর্শকরা। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটি।

এ ফাইনাল খেলায় শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দিনার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন। এছাড়া শৈলকুপা উপজেলা ও ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।