গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. নাসির উদ্দিন (১৮) নামে এক কলেজ ছাত্রীর প্রাণ গেল ।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রীপুর জৈনা বাজার আঞ্চলিক সড়কের তেলিহাটি গ্রামের কাজীবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন কলেজছাত্র উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি মাওনা পিয়ার আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা রহমান আলী বলেন, ‘বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে চালক মারা যায়। আশপাশের মানুষ পৌঁছানোর আগেই চালক পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা কাছে গিয়ে তাকে চিনতে পারি। কিন্তু ততক্ষণে সে মারা যায়। এরপর তার স্বজনদের খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনিরুজ্জামান মানিক বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় নিহত কলেজছাত্রের বাড়িতে। এরপর ওই ছাত্রের বাবা আমাকে সঙ্গে নিয়ে থানায় যায়। আমি বর্তমানে থানায় অবস্থান করছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।