গাজীপুরের শ্রীপুরে “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে” প্রধান মন্ত্রীর উপহার, সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৯ ম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের জননন্দিত এমপি ও জেলা আ.লীগের সফল সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন সহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় শ্রীপুর উপজেলায় ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়।