ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শ্রীপুরে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ ০৮:১৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) মরদের উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শীতলক্ষ্যা নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে নদীর ধারে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।