ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা: সংসদ এলাকায় স্থাপন হচ্ছে কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ১২:৪৮:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশ সময় রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়েছে, সংসদ ভবন এলাকায় কমিশনের একটি কার্যালয় স্থাপন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সভায় অংশ নেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম। তবে ডক্টর শরীফ ভূঁইয়া ভ্রমণে থাকায় সভায় অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

সভার শুরুতে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এতে উল্লেখ করা হয়, কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণ করছে। স্বাধীনতা-উত্তর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং সাম্প্রতিক ফ্যাসিবাদী শাসনামলে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। বিশেষভাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে কমিশন উল্লেখ করে।

কমিশনের কর্মপরিধি এবং ভবিষ্যৎ কার্যপদ্ধতি নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়। কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য খুব শিগগিরই একটি ই-মেইল অ্যাকাউন্ট এবং একটি ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী সভা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর, ঢাকায় কমিশনের নবনির্মিত কার্যালয়ে।

উল্লেখ্য, সরকার সংসদ ভবন এলাকায় কমিশনের কার্যালয় স্থাপনের প্রক্রিয়া জোরকদমে এগিয়ে নিচ্ছে।