ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

সদরপুরে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম, সদরপুর | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০২:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পবিত্র ওরছ শরীফ বুধবার (১৫ জানুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রাতভর পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জেকের-আজকার, শরীয়ত ও তরীকত সম্বন্ধে ওয়াজ নছিহতসহ ইসলামিক আদর্শের বানী প্রচার করা হয়। 

বুধবার বাদ ফজর চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর কেবলাজান হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেী (রহঃ) পীর কেবলাজানের রওজা জিয়ারত শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদীনশীন পীর হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেী। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ