ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সাংবাদিকতায় সন্মাননা পেলেন বায়ান্নের জেলা প্রতিনিধি মুরাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৯:১৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

 
লক্ষ্মীপুর রায়পুর সাংবাদিক ইউনিয়ন কর্তৃক সাংবাদিকতায় ও সমাজ সেবায় সম্মাননা প্রদান,  ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় ৮ই এপ্রিল বিকেলে।
 
 সাংবাদিক ইউনিয়নের সভাপতি মু.ওয়াহিদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি কাজী জামশেদ কবির বাকীবিল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া ,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন ,লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জহিরউদ্দিন,রায়পুর প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এমআদ সুমন , রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদ মাসুদ হোসাইন ও সাধারণ সম্পাদক মাহমুদ সানি,  সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান তুহিন ও সাধারন সম্পাদক জহির খান,সাংবাদিক ক্লাব সভাপতি আজম খান সহ রায়পুর সাংবাদিক ইউনিয়ন ,রায়পুর প্রেস ক্লাব, রায়পুর রিপোটার্স ইউনিটি ও সাংবাদিক ক্লাব সহ রায়পুর উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রায়পুর উপজেলার সম্পদ কর্মীগণ উপস্থিত ছিলেন । এছাড়াও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
 
সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সাংবাদিক তাবারক হোসেন আজাদ সহ তিন সংবাদকর্মী। পবিত্র রমজান উপলক্ষে  রায়পুর সাংবাদিক ইউনিয়ন এই সম্মাননা প্রদান করে। একই সাথে একাধারে দুইবার নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়াকেও সংবর্ধিত করা হয়।
 
পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
 
সংবর্ধিত সাংবাদিকরা হলেন, শীর্ষ সংবাদ এর সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ পীরজাদা মাসুদ হোসাইন এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ