ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ- আহসান হাবীব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ১৮ জানুয়ারী ২০২৩ ০৮:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচনের চোখ উল্লেখ্য করে বাংলাদেশ নির্বাচন কমিশনের  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান বলেন, বাংলাদেশের সকল নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে৷ 
 
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন ঠাকুরগাঁও -০৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 
 
নির্বাচন কমিশনার আরো বলেন, আগামী ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপ-নির্বাচন নিরপেক্ষ ও অবাধ উপহার দিতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে অনুষ্ঠিত ভোট গ্রহণযোগ্য হবে। 
 
এ সময় আরো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মন্জুরুল আলমসহ জেলা ও উপজেলার প্রশাসন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ 
 
প্রসঙ্গত, বিএনপির পদত্যাগ আসনগুলোর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।  মোট ভোটকেন্দ্র ১২৮টি ও বুথ সংখ্যা ৮০৮ টি।