ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

সাতক্ষীরায় পাইপগান, ককটল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ আটক ২

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ১২:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরার শ্যামনগর থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। উপজেলার গাবুরা ইউনিয়নের গাগরামারি এলাকা থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। বুধবার (২২ জানুয়ারি)  দুপুরে মাংলা কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনয়নের গাগরামারি এলাকার আসাদুল্লাহ আল গালিবের ছেলে মোঃ.মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)।

মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনে বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমনায়ক   বোথবাহিনী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাগরাামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা থেকে দুটি দেশীয় তৈরী একনালা পাইপগান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ উক্ত দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্রসহ আটক দুই সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ