ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দরীদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে ছাগল বিতরণ

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৩:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সারিয়াকান্দিতে কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় ছাগল পালন কর্মসূচির আওতায় দরীদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী। কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাছনা বানুর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব রাখেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শফিউল ইসলাম, কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার বিপ্লব মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে সারিয়াকান্দি সদর ইউনিয়নের ১২টি পরিবারকে বিনা মূল্যে ২টি করে ছাগী বিতরণ করা হয়।