ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিলেটে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে: মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ০২:৫৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ^বিদ্যালয় আছে। বিশ^বিদ্যালয় ২টি সারা বিশ্বে সুনাম কুড়াচ্ছে। এখান থেকে উচ্চ শিক্ষা শেষে অনেক শিক্ষার্থী দেশ পরিচালনায় অংশ নিয়েছে। আগামীতে সংখ্যা আরো বৃদ্ধি পাবে-এমনটা আশা করা যায়। আগামীতে সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ^বিদ্যালয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিষয়ে আন্তরিক। জননেত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে অনেক উপহার দিয়েছেন। আগামীতে আরো উপহার দেবেন।  

 

তিনি শনিবার (২৪ ফেব্রæয়ারি) সিসিকের সভাকক্ষে অনুষ্ঠিত মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্ কর্তৃক ২০ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। বিত্তশালীদের সহযোগিতায় ঝড়ে পড়া শিক্ষার্থীরা ঘুরে দাড়ানোর সাহস পায়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে শিক্ষার্থীদের পাশে দাড়ালে তরুণ শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারেন। মেধাবীরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। তাই তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান করে মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সি,এম কয়েস সামী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর ড. মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম বাসনসহ নেতৃবৃন্দ।

 

বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সি এম কয়েস সামী বলেন, রাজনীতিতে আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যতিক্রমি নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। স্বাভাবিক অবস্থায় সিলেটবাসীর অনেক প্রত্যাশা এই নেতাকে নিয়ে। নগরীর উন্নয়নের পাশাপশি পুরো সিলেটের উন্নয়নে কাজ করার জন্যে মেয়র আনোয়ারুজ্জামানের প্রতি আহŸান জানান তিনি।

বিশেষ অতিথি মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্ এর পরিচালক মুরাহেব মালিক চৌধুরী বলেন, সিলেটে প্রথমবারের মতো এককালীন প্রণোদনা দেয়া হচ্ছে। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও শাবিপ্রবির ভিসি ফরিদ উদ্দিন আহমদের একান্ত চেষ্টায় ওই প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীতে এই প্রণোদনা প্রদানের পরিসর বড় করা হবে।

 

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি অগাদ শ্রদ্ধা। তিনি অসাধারণ এক নেতা। তিনি এই সিলেট নগরীকে সেরা নগরীতে রূপ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ভিসি ফরিদ উদ্দিন।

 

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বলেন আনোয়ারুজ্জামান চৌধুরী ১৯৯০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়েই তিনি বিভিন্ন সংগঠন তৈরি করতে শুরু করেন। সিলেটিসহ বাঙালি কমিউনিটির সাথে সম্পর্ক স্থাপন শুরু করেন। সর্বত্রই দজ্ঞ সংগঠকের পরিচয় দিচ্ছিলেন। তিনি সিলেট নগরীর মেয়র নির্বাচিত হয়েছেন। এখন তিনি সিলেটে আনোয়ার ভাই হিসেবে ব্যাপক পরিচিত। সিলেট নগরীর উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে এই আনোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।