সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করতে আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সব প্রকল্পের মধ্যে রয়েছে, প্রতারণা, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নামে দুর্নীতি করা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আটটি প্রকল্প হলো; মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। অনিয়ম-দুর্নীতির অভিযোগে এসব প্রকল্পের নথি তালাশ করছে দুদক।
এ সব প্রকল্পের প্রস্তাব/প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব/প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয় অর্থের পরিমাণ ও এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপ কপি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চাওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।
এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
এদিকে ৫ আগস্ট গণঅভ্যুথানের ক্ষমতা হারিয়ে ভারত অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ধারাবাহিকভাবে তার নামে ২০০ অধিক হত্যা মামলাসহ আন্তর্জাতিক মানবতাবিরোধী আদালতেও অভিযোগ পড়েছে প্রচুর। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বায়ান্ন/এমএমএল/একে